- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৭
গাইবান্ধা রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে৷
রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৫ই মার্চ রবিবার দুপুরে দিনব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু।
অতিথিরা বলেন- লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের বিকাশ সাধন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। লেখাপড়া করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মত আদর্শ মানুষ হতে হবে। লেখাপড়া করে শিক্ষিত মানুষ হয়ে তোমরা কেউ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিবিদ, কেউ শিক্ষক সহ বিভিন্ন যোগ্যতা সম্পন্ন চাকুরী করতে পারবা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড. আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু। উক্ত আলোচনা শেষে নাচ,গান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।